Jaijaidin

নগর ভবন ছেড়ে মৎস্য ভবনের সামনে ইশরাক সমর্থকরা

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএনসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজ সপ্তম দিনের মতো আন্দোলন করছেন তার সমর্থকরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে টানা এ আন্দোলন চলছে। গত কয়েকদিন নগর ভবনের সামনে অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও আজ বুধবার সকালে আন্দোলনরত ইশরাক সমর্থকরা রাজধানীরা মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

সকাল থেকেই আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, জাতীয় প্রেসক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জমায়েত হতে থাকেন।

স্লোগানে স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন তারা। পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। এসময় চারদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

আজ বুধবার দুপুর ১২টায় ইশরাক ইস্যুতে আদেশ দেওয়ার কথা আদালতের।

সমর্থকরা বলছেন, ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। দাবি মেনে না নেওয়া হলে আন্দোলন আরো জোরদার করার হুঁশিয়ারি দেন তারা।

এদিকে আজও নগর ভবনের সব ফটকে তালা ঝুলছে। এ জন্য নাগরিক সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। কর্মকর্তারা অঘোষিত ছুটিতে আছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *