Jaijaidin

সোনারগাঁয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Shah Alam Soulav
1 Min Read

সোনারগাঁ প্রতিনিধি

যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি রেজাউল কবির পল বলেছেন, বিগত ১৭বছর ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির প্রতিটি নেতাকর্মীরা বুকের রক্ত ঝরিয়ে রাজপথে থেকে এদেশে নতুন স্বাধীনতা এনেছেন। এখন সময় এসেছে তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করে সবাই একত্রিত হয়ে রাজপথে নেমে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী করতে হবে।

বুধবার দুপুরে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকায় সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আয়োজিত সোনারগাঁয়ে পানামা ফুড রেস্তোরাঁর হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সিনিয়রবযুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, যুগ্ম আয়বায়ক কাউসার আহম্মেদ সহ নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *