Jaijaidin

রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনায় রাজনৈতিক অঙ্গনে এক ধরনের গুমট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কয়েকটি দলের পক্ষ থেকে তাকে পদত্যাগ না করার আহ্বান জানানো হয়েছে।

এই অবস্থার মধ্যে আজ শনিবার বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। এরপরই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা।

খবর সংশ্লিষ্ট সূত্রের।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের অন্তত দুটি নির্ভরযোগ্য সূত্র বলছে, শনিবার একনেকের বৈঠকের পর স্বল্প সময়ে ছোটকরে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর চলমান পরিস্থিতি নিয়ে প্রথমে বিএনপি পরে জামায়তের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ওই বৈঠকের পরই দেশের বড় দুটি দলের মতামত ও পরামর্শ নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

এ বিষয়ে সব উপদেষ্টাদের জানানো হয়েছে। ওই বৈঠকের পরই মূলত চলমান গুমোট পরিস্থিতির অবসানে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে।

বিএনপি সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপিকে সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে যাওয়া এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। জামায়াতের পক্ষ থেকে দলটির আমির ড. শফিকুর রহমান নেতৃত্ব দিতে পারেন বলে জানা গেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *