যাযাদি ডেস্ক
এনসিসি ব্যাংক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে রক্ত দান করলেন ব্যাংকাররা। ব্যাংকটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মুহূর্তে মহতী এ উদ্যােগে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
শনিবার (২৪ মে ২০২৫) এনসিসি ব্যাংকের মতিঝিলস্থ প্রধান শাখার মেডিকেল সেন্টারে স্বেচ্ছাসেবী সঙ্ঘ কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের সহযোগিতায় রক্তদানের এ কর্মসূচি পালিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের উপস্থিতিতে সকাল ১০টায় রক্তদান কার্যক্রমের সূচনা হয়। প্রধান শাখাসহ রাজধানীর বিভিন্ন শাখার ব্যাংকাররা দিনব্যাপী এ আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশ নেন।
এনসিসি দক্ষিণ খান শাখা থেকে এসএমই রিলেশন অফিসার তারেক হাসান এসেছিলেন রক্ত দান করতে। তার রক্তের গ্রুপ এ নেগেটিভ। তিনি বলেন, ‘কেবল ভুক্তভােগীরাই রক্তের গুরুত্বটা ভালো বুঝতে পারেন। তাই মহতী এমন উদ্যোগে সবারই এগিয়ে আসা উচিত। পেশাগত দায়িত্বের পাশাপাশি এনসিসি কর্তৃপক্ষের এমন আয়োজনে শরিক হতে পেরে ভালো লাগছে।’
মিরপুরের দারুস সালাম রোড শাখার জুনিয়র অফিসার আব্দুস সাত্তার মজুমদারও এক ব্যাগ রক্ত দিয়ে অংশ নিলেন রক্তদান কর্মসূচিতে। মহতী এ আয়োজনে অংশ নেয়ার সুযোগ দেয়ায় তিনি এনসিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বি পজেটিভ গ্রুপের রক্তদাতা প্রধান শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মশিউর রহমান বলেন, ‘এনসিসির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদানের এ আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে খুব ভালো লাগছে। প্রতিষ্ঠানের মানবিক মহৎ এমন উদ্যোগ বহু মানুষকে সেবার সুযোগ করে দিতে পারে।’
এনসিসি ব্যাংক মানুষকে আর্থিক সেবাদানের পাশাপাশি ত্রাণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজেও জড়িত। বিশেষ করে মুমূর্ষের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি নিয়ে প্রায় ১৫ বছর ধরে কোয়ান্টাম স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের সাথে ধারাবাহিক অংশগ্রহণ রয়েছে প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের সকল স্বেচ্ছা রক্তদাতা ও কোয়ান্টাম ফাউন্ডেশনকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক।