Jaijaidin

বন্দরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মা-বাবাকে মারধরের অভিযোগ

Shah Alam Soulav
1 Min Read

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বন্দরে রাস্তা থেকে তুলে নিয়ে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনার প্রতিবাদ করার জের ধরে মা-বাবা ও চাচাকে মারধরের অভিযোগ উঠেছে।

গত সোমবার ২৬ মে বিকালে বন্দর উপজেলার পূর্ব কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে কফিলউদ্দিন ভূঁইয়া (৬৫) সহ ৩ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী ওই ছাত্রীর মা জানান, গত সোমবার বিকালে আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে নয়ন (১৫) নামে এক বখাটে জোর পূর্বক ভাবে তাকে তুলে নিয়ে একই এলাকার কফিলউদ্দিনের কাছে নিয়ে যায়। পরে তার ঘরে নিয়ে আমার মেয়ের স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানিসহ ধর্ষণের চেষ্টার করে। ওই সময় আমার মেয়ের চিৎকার করলে তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে বাড়িতে এসে মেয়ের কাছ থেকে বিস্তারিত জেনে আমার স্বামী ও দেবরকে সঙ্গে নিয়ে কফিলউদ্দিন ভূঁইয়ার বাড়িতে যাই। যৌন হয়রানিসহ ধর্ষণের চেষ্টার ঘটনায় প্রতিবাদ করলে উল্লেখিত কফিল উদ্দিনসহ তার ২ সহযোগী আমাদের মারধর করে এবং আমার জামাকাপড় ছিড়ে ফেলে শ্লীলতাহানি করে।

এ ঘটনায় বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, নাগিনা জোহা স্কুলের এক ছাত্রীর ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *