Jaijaidin

পারস্পারিক সহযোগিতা ছাড়া সাফল্য সম্ভব নয়

Shah Alam Soulav
1 Min Read

পারস্পারিক সহযোগিতা ও সহমর্মিতা ছাড়া ব্যবসায়িক সাফল্য সম্ভব নয়। এ জন্য সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যবসায়িক সাফল্য অর্জনের প্রতি জোর দিতে হবে। যা সবার মাঝে নতুন উদ্দীপনার সঞ্চার করে।

মঙ্গলবার দেশের স্বনামধন্য ব্র্যান্ড ‘নাশওয়ান ফ্যাশন‘ এর ‘বাৎসরিক মিলনমেলা-২০২৫’ এ অংশ নিয়ে বক্তরা এসব কথা বলেন।

দেশের বিভিন্ন মার্কেট থেকে আগত প্রায় দুই শতাধিক ব্যবসায়িক ডিলার, গুণীজন, এবং শুভানুধ্যায়ী এতে অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মিতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’-এর চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মিতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’ এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফকরুল ইসলাম রনি।

এই মিলনমেলা ‘নাশওয়ান ফ্যাশন‘ এবং তার অংশীদারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যায় ব্যাক্ত করা হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *