Jaijaidin

গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার অত্যন্ত প্রিয় : রিজভী

Shah Alam Soulav
1 Min Read

বিশেষ প্রতিনিধি

“গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার অত্যন্ত প্রিয়” বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার সকালে রাজধানীর দক্ষিণখানে এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

শেখ হাসিনা শুধু তার গদিকে আঁকড়ে রাখার জন্য মানুষকে মানুষ মনে করেনি উল্লেখ করে এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, হামলা মামলা ছাড়াও নিবির্চারে গুলি করতে দ্বিধা করেনি শেখ হাসিনা। শেখ হাসিনা মনে করত যে তার বিরুদ্ধে কথা বলবে সে পাপি।

যারা গণতন্ত্রের পক্ষে কথা বলতে গেছে তাদের অনেককে হত্যা করে নদী নালা খাল বিলে ফেলে দিয়েছে উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার রক্তের মধ্যেই নিষ্ঠুরতা রয়েছে। শেখ মুজিব সব দল বন্ধ করেছিলেন, খবরের কাগজ পড়ার অধিকার বন্ধ করেছিলেন, পাঠ্যবই থেকে ইতিহাস মুছে দিয়েছিলেন।

সাহিত্যিক ও ইতিহাসবিদদের দিয়ে মিথ্যা ইতিহাস লিখিয়েছে শেখ মুজিব উল্লেখ করে রিজভী বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এটাকেও তিনি পাল্টে দিতে চেয়েছিলেন ।

এডভোকেট রিজভী আহমেদ বলেন, এদের টাকার প্রতি খুব লোভ। তিনি বাংলাদেশকে একটি লুটপাটের খনি মনে করেছিলেন, কিয়ামতের আগ পর্যন্ত যাতে তিনি শান্তিতে বসবাস করতে পারে।।

উক্ত অনুষ্ঠানে ঢাকা মহানগর উওর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিক উদ্দিন আহমেদের সৌজনে দুই শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় স্থানীয় অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *