Jaijaidin

যত দ্রুত সম্ভব নির্বাচন, ডিসেম্বরেও হতে পারে

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেব। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের (ডব্লিউজিএস) ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সেশনটি পরিচালনা করেন সিএনএন’র সাংবাদিক বেকি অ্যান্ডারসন।

বাংলাদেশে অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল জানিয়ে ড. ইউনূস বলেন, বর্তমান সরকারের কাজ সবকিছু পুনর্গঠন। যেমন- ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল, ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইন-শৃঙ্খলা, এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে।

এ সময় বাংলাদেশের রিজার্ভ তলানিতে চলে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। সামজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাও আমাদের চ্যালেঞ্জ। ফ্যাসিস্ট সরকারের বিচার করতেও আমরা কাজ করছি।

বেকি অ্যান্ডারসনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখনো আমরা যেটা করব সেটা হলো ঐকমত্য গঠন। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে, সেগুলো নিয়ে আমরা একটা সনদ তৈরি করব। সেগুলো বাস্তবায়ন করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। এই হলো আমাদের অবস্থা।

যত দ্রুত নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরে যাওয়ার কথাও উল্লেখ করেন ড. ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনা এ পর্যন্ত যত নির্বাচন করেছে সব ছিল ভুয়া নির্বাচন।

দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা সবদিকের উন্নতি হবে বলেও উল্লেখ করেন তিনি।

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে গত বুধবার রাতে অধ্যাপক ইউনূস দুবাই পৌঁছান। আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি অধ্যাপক ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *