Jaijaidin

ওসমানীনগর প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত হলেন সাইফুর এম রেফুল

Shah Alam Soulav
1 Min Read

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে ঐতিহ্যবাহী ওসমানীনগর প্রেসক্লাবে জাতীয় ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি সাইফুর এম রেফুল কে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার তাজপুর বাজারস্থ ইরশাদ আলী সপিং সিটির ২য় তলায়, প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন সদস্য সাইফুর এম রেফুল কে বরণ নেন ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মলয় চক্রবর্তী, সহ-সভাপতি রনিক পাল, সাধারণ সম্পাদক হারুন রশিদ, ও সদস্য বৃন্দরা।

এসময় প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আমরা সদস্য পদের ক্ষেত্রে আদর্শ ও সাংবাদিকতার নীতিমালাকে প্রাধান্য দিচ্ছি। সর্বশেষে একজন সাংবাদিক হওয়ার জন্য দরকার আদর্শবান, সৃজনশীল এবং যুক্তিবাদী। যাদের মধ্যে এ সকল গুণাবলী বিদ্যমান তারাই আমাদের কাছে গ্রহণযোগ্যতা ও সদস্য পদ অর্জন করতে পারবেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *