Jaijaidin

ফ্যাসিষ্ট মনোজগত, সাইকো সিষ্টেম, এটাই হচ্ছে একটা দেশ ও জাতির ধংসের সবচাইতে বড় কারণঃ এম. জহির উদ্দিন স্বপন

Shah Alam Soulav
3 Min Read

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা রাজনৈতিক নেতারাতো দর্শক সারিতে বসতে চাইনা। আমি যেহেতু রাজনৈতিক নেতা, আমার একটা সিংহাসন লাগবেই। এই মনোজগতই কিন্তু নষ্ট করে দিয়েছে আজকের বাংলাদেশে রাজনীতি, সমাজ, অর্থনীতি, সাংস্কৃতিসহ সামগ্রীক ইকো সিস্টেমকে। এই ফ্যাসিষ্ট মনোজগত, এই সাইকো সিষ্টেম, এটাই হচ্ছে একটা দেশ ও জাতির ধংসের সবচাইতে বড় কারন।

শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মাধ্যামিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এই সিষ্টেম কিভাবে একটা দেশ ও জাতিকে ধংসের দিকে নিয়ে যায়, তার সর্বশেষ প্রমান আমরা পেয়েছি গত ৫ আগষ্টের শিখন্ডি সরকার প্রধানের বিদায় পর্বের মধ্যদিয়ে। যে দৃশ্য সেদিন আমরা সোস্যাল মিডিয়াতে দেখেছি, ওটা দেখেই আমরা বুঝেছি যে, তার সর্বশেষ পরিনতি কি দাড়ায়।

সে জন্যই যদি ব্যাপারটাকে উল্টো চিন্তা করি, সর্বোচ্চ্য ক্ষমতাবান ব্যাক্তি অত্যান্ত সৎ, তার আশে পাসের ক্ষমতাবানরা অত্যান্ত সৎ এবং বিনয়ী, প্রয়োজনে সাহসী, দুষ্টের দমনে অত্যান্ত কঠোর, এই বৈশিস্টগুলি যদি রাজনৈতিক নেতৃত্বে মধ্যে থাকে, অথবা যিনি নেতৃত্ব দেবেন সেই নেতৃত্বের মধ্যে থাকে তখন গোটা জাতির বহরটাও কিন্তু সঠিক পথে ধাবিত হয়।

এ জন্যই একটা দেশের সবচাইতে বড় সম্পদ হচ্ছে তার সৎ রাজনৈতিক নেতৃত্ব। পৃথিবীতে একটা দেশ আছে (কুটনৈতিক কারনে দেশটির নাম উল্লেখ করেননি) তাদের অনেক সম্পদ, কিন্তু শুধুমাত্র অসৎ রাজনৈতিক নেতৃত্বের কারনে পুরা দেশ আজকে পৃথিবীর দরিদ্রের তালিকার মধ্যে এখনও বসে আছে। আমাদের দেশের বয়স হয়ে গেছে ৫৩ বছর। এত বছর হয়ে গেল এখনও এই পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের এই পুর্নমিলনী অনুষ্ঠানটি ভালো হবে কি হবে না, তার জন্য নির্ভর করতে হয় জাতীয় রাজনীতির পরিবর্তন হবে কি হবে না তার উপর।

পিঙ্গলাকাঠী মাধ্যামিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবি এ্যাডভোকেট জিয়াউল হক বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পূনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশালের অতিরিক্তি ডিআইজি নাজিমুল হক, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব আব্দুর রহিম আকন, মহাদেব বসু, জনপ্রীয় টিভি অভিনেতা মোশারফ করিম, বরিশাল অমৃতলাল দে কলেজের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী।

বক্তব্য রাখেন, আবু বক্কর গাঁজী, মোঃ জামাল ফকির, সাইয়েদুল আলম খান সেন্টু, মোঃ কামরুজ্জামান খোকন, মো. শামীম খলিফা, মো. ফুয়াদ হোসেন এ্যানী প্রমুখ।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *