Jaijaidin

ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। তারা সবাই চাঁদপুরের মতলব দক্ষিণের নেতাকর্মী। আজ সোমবার উপজেলার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

প্রথমে গণহারে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন, পৌর শাখার সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে পদত্যাগের বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন।

তিনি বলেন, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। যার কারণ মনে করি আমরাও অপরাধী। যার কারণে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি।

উপজেলায় ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি। এখান থেকে ৯০ ভাগ নেতাকর্মী পদত্যাগ করেছেন।
তিনি আরো বলেন, আমরা এই সরকারকে সমর্থন করি। যারা ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করি।

ফ্যাসিস্ট সরকার থাকাকালীন উপজেলা জাতীয় পার্টি কখনো গুম-খুন ও রাহাজানির সঙ্গে সম্পৃক্ত ছিল না। তবুও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করেছে। সেই বিবেক থেকে আমরা উপলব্ধি করছি আমরা অপরাধী। যার কারণে জাতির কাছে ক্ষমা চেয়ে আমরা পদত্যাগ করছি। আমরা যদি নতুন দলে যোগদান করি, তাহলে সবাই একযোগে একসঙ্গে দেশের স্বার্থে-দেশের উন্নয়নে নতুন দলে যোগাযোগ করব।

পদত্যাগ করা এসব নেতাকর্মী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন বলে এলাকায় গুঞ্জন আছে। তবে তারা বলছেন, এখনো এমন কোনো সিদ্ধান্ত নেননি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *