লক্ষ্মীপুর লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে হাত-পা বেঁধে ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে হৃদয় (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ । আজ বৃহস্পতিবার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে সদর মডেল থানায় অভিযুক্ত হৃদয়ের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেন। শুক্রবার সকালে গ্রেফতারকৃত যুবককে আদালতে প্রেরণ করা হবে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবদুল মোন্নাফ।
গ্রেফতারকৃত যুবক হৃদয় উত্তর হামছাদি গ্রামের জাফর আহমেদ পরান ভূঁইয়ার ছেলে। ভিকটিম ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী ( সুমাইয়া আক্তার) ভিকটিম ও অভিযুক্ত একই এলাকার পাশাপাশি বাড়ির বাসিন্দ।
ভিকটিম প্রবাসীর স্ত্রী জানায়, তার স্বামী দেশে থাকাকালে হৃদয়ের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেয়। ওই ধারের টাকা পরিশোধ করতে সন্ধ্যায় প্রবাসীর স্ত্রী শিশু সন্তানকে নিয়ে হৃদয়ের বাড়ি যায়। হৃদয় ফাঁকা বাড়িতে প্রবাসীর স্ত্রীকে একা পেয়ে কৌশলে নিজের স্ত্রী ঘরে রয়েছে বলে ওই গৃহবধূকে ঘরে প্রবেশ করতে বলে। গৃহবধু ঘরে প্রবেশ করলে পেছন থেকে গৃহবধু মুখ চেপে ধরে খাটে পেলে গামছা দিয়ে হাত বেঁধে পেলে। একপর্যায়ে গলায় ধারালো অস্ত্র ধরে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ভিকটিমের শরীরের জামাকাপড় ছিড়র ফেলে। এসময় ভিকটিম গৃহবধূর শিশু সন্তান কান্না করলে তাকে পাশের রুমে আটকিয়ে রাখে হৃদয়। এসুযোগে হাতের বাঁধ ছিড়ে ঘর থেকে পালাতে গেলে বাড়ির উঠনে ধরে ভিকটিমের মুখে আঘাত করে অভিযুক্ত হৃদয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় সুষ্ঠ বিচার দাবী করেন তিনি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মোন্নাফ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত নাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশ হৃদয়কে গ্রেফতার করেছে। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছে। সকালে গ্রেফতার যুবককে আদালতে সোপর্দ করা হবে।