কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর জেলার একাধিক সাংবাদিক সংগঠনের মধ্যে সুপরিচিত, অন্যতম কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের দশম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার কালীগঞ্জ উপজেলা (গাজীপুর) প্রতিনিধি মোহাম্মদ আল-আমিন কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
মোহাম্মদ আল আমিন তার বক্তব্য বলেন,একজন সাংবাদিক অন্য আরেকজন সাংবাদিকে বিপদগ্রস্ত হলে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন, সবার সাথে সুন্দর ব্যবহার ও নির্ভুল সত্য সংবাদ প্রকাশ করবেন এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। একজন সাংবাদিক আরেকজন সাংবাদিকের পিছনে লেগে থাকা এটা তো কতিপয় নামধারী সাংবাদিক ও সিনিয়র শয়তানের কাজ আমরা এটা করব না। তবে কেউ সাংবাদিক ক্লাবের সদস্যদের সাথে বাড়াবাড়ি, হয়রানি ও মানহানি করলে তাকেও ছাড় দেওয়া হবে না। কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের সকল সদস্যদের বুকে সাহস রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। মোহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে মহাগ্রন্থ কুরআনুল কারিম থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। দোয়া পরিচালনায় ছিলেন মোঃ হযরত আলী যুগ্ম সাধারণ সম্পাদক কালীগঞ্জ সাংবাদিক ক্লাব ও একুশে নিউজ পত্রিকার প্রতিনিধি। সার্বিক সহযোগিতায় ছিলেন কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক দি ডেইলি নিউজ স্টার ও দৈনিক ঐশী বাংলা পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধ মোঃ বিল্লাল হোসেন। উপস্থিত ছিলেন কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি ও পল্লী বার্তা ভারপ্রাপ্ত সম্পাদক ও ঐশী বাংলা পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ শামীম শাহরিয়ার।
উপস্থিত ছিলেন কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি ও একুশে পত্রিকার প্রধান ক্রাইম রিপোর্টার মোঃ মোহাম্মদ খলিলুর রহমান। উপস্থিত ছিলেন কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক ভোরের সংবাদপত্র পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুম,উপস্থিত ছিলেন কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ সজিব, উপস্থিত ছিলেন কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের সদস্য দৈনিক মুক্তালোক পত্রিকার সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন জার্নালিস্ট কো অপারেশন অব বাংলাদেশে গাজীপুর জেলা কমিটির সদস্য মোহাম্মদ আদিল মোঃ রায়হান আকন্দ ও প্রমূখ সহ আরো অনেকে। আলোচনা সভায় স্থানীয় গণমাধ্যম কর্মী, ক্লাবের সদস্য এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বক্তৃতা প্রদান করেন।
বক্তারা কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের অগ্রণী ভূমিকা তুলে ধরেন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ক্লাবের অবদানের কথা উল্লেখ করেন। বিশেষ করে বক্তারা মোহাম্মদ আল আমিননের আত্মত্যাগ ও বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন,যার কারণে কালীগঞ্জ সাংবাদিক ক্লাব আজ দশম বর্ষপূর্তি উদযাপন করতে সক্ষম হয়েছে।এছাড়া, ক্লাবের উজ্জ্বল ভবিষ্যত কামনায় এবং দেশের শান্তি ও কল্যাণের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা সবাইকে একত্রিত হয়ে সাংবাদিকতার নৈতিকতা এবং পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। অনেক গণমান্য ব্যক্তিবর্গ এবং শুভাকাঙ্ক্ষীরা এই ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই মাহফিলের মাধ্যমে ক্লাবের সদস্যরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।