Jaijaidin

ফাঁকা ঢাকা, সড়কে নেই গাড়ির চাপ

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের ছুটি উদযাপনে এরইমধ্যে রাজধানী ঢাকা ছেড়েছেন কয়েক লাখ মানুষ। যে কারণে প্রায় ফাঁকা হয়ে গেছে ব্যস্ততম ঢাকার অধিকাংশ সড়ক। যানবাহনের চাপ নেই প্রধান প্রধান অধিকাংশ সড়কে। অলিগলিতেও গাড়ির চলাচল কম। এর ফলে ঝামেলা ছাড়াই লোকজন স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে পারছেন। তবে সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম।

রোববার (৩০ মার্চ) রাজধানীর একাধিক এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সকাল সাড়ে ১০টায় রাজধানীর ব্যস্ততম মোড় শাহবাগ মোড়ে সরেজমিন দেখা যায়, রাস্তায় গাড়ির চাপ নেই। মূল সড়ক রিকশার দখলে। গাড়ির চাপ না থাকায় ট্রাফিক পুলিশের সদস্যরা পুলিশ বক্সের মধ্যে থেকেই দায়িত্ব পালন করছেন। সেখানে এক পুলিশ সদস্য বলেন, রাস্তায় গাড়ির কোনো চাপ নেই। তাই দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে না। তবে দুপুরের পর চাপ বাড়তে পারে। তখন হয়তো রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হতে পারে।

এদিকে, আজ ঈদের আগের দিন ধরেই রাজধানীবাসী শেষ সময়ের কেনাকাটা করতে বের হতে পারেন বিকেলের পর। তাই সেই সময় সড়কে চাপ বাড়তে পারে। বিশেষ করে মার্কেট এলাকা যেমন নিউমার্কেট, গুলিস্তান, বসুন্ধরাকেন্দ্রীক কারওয়ান বাজার এলাকায় বিকেলে চিত্রটা পাল্টে যেতে পারে।

কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. মুস্তফা বলেন, সকাল থেকে রাস্তায় গাড়ি চাপ নেই বললেই চলে। আমরা বসে বসে সময় পার করছি। তবে দুপুরের পর রাস্তায় গাড়ির চাপ কিছুটা বাড়তে পারে।

শনিবার বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর কয়েকটি মহাসড়কে ঘরে ফেরা মানুষের চাপ বাড়তে থাকে। আর যারা গতকাল ঢাকা ছাড়তে পারেননি বিভিন্ন বাস টার্মিনালে তাদের আজ ঢাকা ছাড়তে দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার ছিল সরকারি অফিসের শেষ কর্মদিবস। ওইদিন বেশিরভাগ মানুষ ঢাকা ছাড়েন। ফলে শুক্রবার থেকে রাজধানী ফাঁকা হওয়া শুরু হয়। এবার ঈদের ছুটি বেশি হওয়ায় স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, ২৮ মার্চ (শুক্রবার) ও ২৯ মার্চ (শনিবার) সাপ্তাহিক দুদিনের ছুটি শেষে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঈদের ছুটি। ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলবে আগামী ৬ এপ্রিল (রোববার)।

এনএম/জেডএস

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *