Jaijaidin

আপনারা নব্য আওয়ামী লীগ হলে পরিস্থিতি ভয়ানক হবেঃ সারোয়ার তুষার

Shah Alam Soulav
2 Min Read

নরসিংদী প্রতিনিধি

ন্যাশনাল সিটিজেন পার্টির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার বলেছেন, আমরা সবুজ নরসিংদীকে সবুজ রাখতে চাই। সবুজ পলাশকে সবুজ রাখতে চাই। যারা এখানকার সবুজ পরিবেশ নষ্ট করতে চান, তাদের পরিণতি ভাল হবে না। কারণ, বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা একমাত্র শাসক যাকে এদেশের ছাত্ররা ৩৬ দিনের মাথায় দেশ থেকে উৎখাত করেছে। কাজেই আপনারা যারা মনে করেন, ছাত্ররা এখন চুপ হয়ে ঘরে বসে আছে, তাহলে ভুল করবেন। আপনারা নব্য আওয়ামী লীগ হতে চাইয়েন না। যদি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন তাহলে পরিস্থিতি খুবই ভয়ানক হবে। ছাত্ররা আবারো এদেশের জনতাকে নিয়ে মাঠে নামবে এবং আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ফুলবাড়িয়া গ্রামে একটি অবৈধ ব্যটারী তৈরির কারখানা করার প্রতিবাদে গ্রামবাসীর সঙ্গে একাত্বতা পোষণ করে তিনি এমন হুশিয়ারিমূলক বক্তব্য দেন।

নরসিংদীর পলাশ এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং মানুষের সম্পদ লুণ্ঠন প্রসঙ্গে মি. তুষার বলেন, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে, মাদকের বিরুদ্ধে কথা বললে একটি বিশেষ দলের গায়ে লাগে। এ ক্ষেত্রে আপনাদের হুশিয়ারি দিয়ে বলতে চাই- আপনারা গায়ে পড়ে আমাদের সঙ্গে লাগতে আসবেন না। যদি আসেন তাহলে আমরা কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবো না। কারণ আমরা আপনাদেরকে কেন, আমরা দিল্লি, চায়না, এমনকি আমেরিকাকেও পরোয়া করি না। কাজেই আপনারা যদি পরিস্থিতি ভাল রাখতে চান তাহলে অনুরোধ করে বলি-আপনারা চাঁদাবাজি বন্ধ করেন, মাদক ব্যবসা এবং মানুষের সম্পদ লুণ্ঠণ বন্ধ করেন। অবৈধ ফ্যাক্টরি থেকে সুবিধা নেয়া বন্ধ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন, বাংলাদেশের বিশিষ্ট কবি, ভাবুক, দার্শনিক এবং পরিবেশবাদী ফরহাদ মজহার। তিনি নরসিংদীর পলাশের ফুলবাড়িয়া গ্রামে চায়না কারিগরদের সহযোগিতায় ব্যাটারি তৈরীর একটি অবৈধ কারখানা পরিদর্শন শেষে বলেন, এ রকম কৃষি প্রদান এলাকায় এ ধরণের ফ্যাক্টরি করার কোনো নিয়ম নাই। শুধু বাংলাদেশে না পৃথিবীর কোনো দেশে এরকম কৃষি নির্ভর এলাকায় এ ধরণের ফ্যাক্টরি করতে পারে না।

স্থানীয় সমাজ সেবক নূরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *