জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সমবায় অফিসার মিজানুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে সোনারগাঁও মহিলা সমবায় সমিতি।
সোমবার দূপুরে সোনারগাঁও মহিলা সমবায় সমিতি কার্যালয়ে সোনারগাঁও সমবায় সমিতির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা’র সভাপতিত্বে উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমানের বিদায় সংবর্ধনা এবং নবনিযুক্ত সমবায় অফিসার তাসলিমা বেগমকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।
এসময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবনিযুক্ত সোনারগাঁও উপজেলা সমবায় অফিসার তাসলিমা বেগম,উপজেলা এলজিইডি কর্মকর্তা ইঞ্জিনিয়ার আলমগীর হোসাইন, মহিলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রোকসানা বেগম,কোষাদক্ষ ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুনা আক্তার,সহ-সভাপতি ও সাবেক সদস্য আসমা বেগম সহ স্বপ্নজয়ী পাঠশালার কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।