যাযাদি ডেস্ক
শনিবার ২৬ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাসের বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজিত হয় ‘মিট দি হিরোজ অফ হিস্ট্রি’ অনুষ্ঠান। ইতিহাস বিভাগের স্পোর্টসে সাফল্য অর্জনকারীদেও সম্মাননা দেয়া হয় এই অনুষ্ঠানে।
বিশেষ করে ইউনিভার্সিটির আন্ত:বিভাগ ক্রিকেট খেলায় বর্তমান ও অ্যালামনাই দল ফুটসাল চ্যাম্পিয়ন হওয়া উপলক্ষে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ১৯৭২ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্পোর্টস রোল অনার উপস্থাপন করা হয়।
উপস্থাপন করেন সুজিত ব্যানার্জি চন্দন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজ্জাতুল করিম চয়ন। ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. এমরান জাহানের সভাপতিত্বে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যাপক লুৎফুল হাই জামী, বর্তমান অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও অধ্যাপক ড. গোলাম রাব্বানী। অনুষ্ঠানের স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন স্বপ্ন নিবাস হাউজিং-এর এমডি মো. সোলায়মান শাওন ও ডিএমডি মহিদুর রহমান রাহাত এবং নিউ স্টার গ্রুপের এমডি নাজমুল হোসেন ও ডিএমডি সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় বিপ্লব ভট্টাচার্য। বিভিন্ন পর্যায়ে খেলোয়াড় ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্লেজার, ট্র্যাক স্যুট, ক্যাপ, জার্সি ও ক্রেস্ট দেয়া হয়। অত্যন্ত আনন্দঘন পরিবেশের মাধ্যমে সকলের হাতে বিভাগের পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভাগের বিগত ৫০ বছরে ইতিহাস ও খেলাধুলার স্মৃতিচারণ তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন ফারুক আহাম্মদ। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন ফুটসাল দলের অধিনায়ক সাবেক জাতীয় ও আবাহানীর খেলোয়াড় শহীদ হোসেন স্বপন। ক্রিকেট দলের ক্যাপ্টেন তানজিদ রিচ। এছাড়াও শামীম, মাহফুজ চৌধুরী রোমেন, সাজ্জাদ চয়ন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে স্বপ্ন নিবাসের এমডি ও নিউ স্টার গ্রুপ এমডি ঘোষণা দেন প্রতিবছর ইতিহাস বিভাগে জানুয়ারি মাসে ১ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠান শেষে ফটো সেশন করা হয়। এবিকালে জাবির কেন্দ্রীয় খেলার মাঠে বর্তমান ও সাবেক খেলোয়ারদের মধ্যে এফ প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সকল খেলোয়াড়দের পরিবারসহ প্রায় ২ শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত উপস্থিত ছিলেন। এক আনন্দ পরিবেশের মাধ্যমে এই হিস্ট্রি অফ হিরোজ অনুষ্ঠানটির সমাপ্ত হয়।
অনুষ্ঠানে দূর দুরান্ত থেকে ইতিহাস বিভাগের প্রাক্তন খেলোয়াড় কোন অংশগ্রহণ করেন। বিশেষ করে সিলেট থেকে বাবু, যশোর থেকে জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইমাদুল, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, বর্তমান আইসিসি প্যানেল আম্পেয়ার মাসুদুর রহমান মুকুল, ক্রীড়া শিক্ষক হাসান আল মনসুর, সাবেক ফুটবল খেলোয়ার শহীদ হোসেন স্বপন, সাবেক ফিফা রেফারি ও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ কমিশনার সুজিত ব্যানার্জি চন্দন, সাবেক খেলার ফারুক আহাম্মদ, বখতিয়ার সোহেল, ইকরাম সাকী , মইন শামীম, অনূর্ধ্ব ১৯ দলের একঝাক ফুটবল খেলোয়াড়,ক্রিকেট খেলোয়াড় লিয়েন, রবি, জাবিদ, কনক চাকমা, সোহেল কার্লোস,উপস্থিত ছিলেন। বিদেশে থাকার কারণে অংশ নিতে পারেন নি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। বিভাগের অ্যালামনাইদের মধ্য থেকে দৈনিক যায়যায়দিনের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ মাহমুদুজ্জামান, ইতিহাস বিভাগের ছাত্র সংসদের ভিপি শাকিল আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।