Jaijaidin

সীমান্তে বিএসএফ এর গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

সীমান্তে আরও এক বাংলাদেশিকে গুলি করে মেরেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওই বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় মিলেছে। তিনি হলেন- মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

স্থানীয়দের ভাষ্যমতে, ওবায়দুল ও মিকাইলসহ সাত থেকে আটজন শনিবার (২৬ এপ্রিল) রাতে ভারতে প্রবেশ করেন। এক পর্যায়ে বিএসএফ তাদের ঘেরাও করে। ওই সময় অন্যরা পালিয়ে এলেও ওবায়দুল ও মিকাইল আটকা পড়েন। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সীমান্তের ভারতীয় অংশে ওবায়দুলের মরদেহ পড়ে ছিল। অন্যদিকে প্রথমে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মিকাইলের মৃত্যুর খবর পাওয়া গেলে পরে জানা যায় তিনি মারা যাননি। রোববার দুপুরে বাড়ি ফিরেছেন তিনি।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা খবরের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় চৌকিদারের মাধ্যমে তিনি একজন মারা যাওয়ার খবর শুনেছেন।

মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকালে বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার ফোনকল করে তাকে জানিয়েছেন, ভারতের সীমানার মধ্যে একটি মরদেহ পড়ে আছে। সেটা বাংলাদেশি না ভারতীয়দের তা বোঝা যাচ্ছে না। খবর পেয়ে ভারতের বাগদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *