ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
যেখানে জমি কেনাই ছিলো দুঃস্বপ্ন সেখানেই বসতঘর নির্মাণ করে কে দেবে। এমন একটি দুঃস্বপ্নকে স্বপ্নের মতো বুকে নিয়েও মাথা গোজার টাই খুঁজছিলেন সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের জহির পুর গ্রামের বাসিন্দা দিনমজুর কণা মিয়া। নিজের কোন জমি না থাকায়, স্ত্রী ও এক সন্তানকে নিয়ে দিনযাপন করতেন অন্যের বাড়ীতে। হঠাৎ করে দিনমজুর কণা মিয়ার স্বপ্ন বাস্তবে রুপ নিতে লাগলো।
বিনা মূল্যে জমি ও পাওয়া বসতঘর রুপ নিয়েছে বাস্তবে তাই নতুন বসত ঘরে উঠার আগেই আনন্দে আত্মহারা। তিনি পেলেন স্বপ্নের বসত ঘর, এখন নিজের স্থায়ী ঠিকানায়, তাও আবার ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের উদ্যোগে। কণা মিয়ার মুখের হাসিতে যেন পুরো বাংলাদেশ হাসছে।
ফ্রেন্ডস ফাউন্ডেশনের একজন পরিচালকের আত্মীয় স্থানীয় হাজী ছুবা মিয়া নামের ব্যক্তি কণা মিয়াকে বসত ঘরের জন্য ভূমি দান করলে, সেই ভূমিতে বসতঘর নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল।
অল্প দিনে উপরে টিনসেড দিয়ে পাকা করে নির্মাণ হয় কণা মিয়ার স্বপ্নের বসত ঘর। সাথে দেওয়া হয় ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টান্যাশনাল এর একজনের পক্ষ থেকে বিশুদ্ধ পানির জন্য গভীর নলকুপ।
ওসমানীনগরের তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের এসএস সি ১৯৯০ ব্যাচের কয়েকজন বন্ধুরা মিলে প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল।
সংগঠনটির প্রতিষ্টালগ্ন থেকে থেকে আর্থ মানবতায় দেশের কল্যাণে অসহায় দিনমজুর ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এটি তাদের গৃহ নির্মাণ প্রকল্পের ষষ্ঠতম প্রজেক্ট। গৃহ নির্মাণের সাথে সাথে দেশের যেকোনো দুর্যোগ মুহূর্তে রয়েছে ব্যাপক অবদান, বিশেষ করে বন্যার্তদের মাঝে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান, অসহায় বিকলাঙ্গ মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ, কিডনি রোগীদের মাঝে চিকিৎসার জন্য নগদ অর্থ , বৃক্ষরোপনসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে তাদের অগ্রণী ভূমিকা রাখায় প্রশংসায় ভাসছেন সংগঠনের পরিচালকরা।
এই সংগঠন লন্ডন এবং আমেরিকার সমন্বয়ে মোট ১৮ জন পরিচালক নিয়ে গঠিত।
শনিবার দুপুরে কণা মিয়ার স্বপ্নের বসত ঘরের আনুষ্ঠানিক ভাবে চাবি হস্তান্তর করা হয়েছে।
গোয়ালাবাজার ইউপি সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে, সাংবাদিক আনোয়ার হোসেন আনার সঞ্চালনায় ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসমানীনগর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মুসা, ওসমানীনগর ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি নুরুল ইসলাম শাহজাহান, পল্লি চিকিৎসক সেবুল মিয়া, ব্যবসায়ী অজিত কুমার দেব, সমাজসেবী সেবুল মিয়া, সৈয়দ জুয়েল আহমদ, আখতার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফিজ আব্দুল কাদির।
সংগঠনটির সাথে সম্পৃক্ত যারা রয়েছেন। ফ্রেন্ডস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভাড়েরা গ্রামের শুয়েব আহমদ, সাধারণ সম্পাদক রাউৎখাই গ্রামের মোহাম্মদ দিলাল মিয়া, কোষাধ্যক্ষ গোয়ালাবাজারের সানাওর আলী, পরিচালকের দায়িত্বে যারা আছেন, দীঘর গয়াসপুর গ্রামের মোহাম্মদ হিরণ মিয়া, মোল্লাপাড়া গ্রামের মো. হারুনুর রশিদ, ইলাশপুর গ্রামের মো. মিনার আবেদীন, উসমানপুরের সৈয়দ ইমরান আহমদ, ও সাইফুল ইসলাম মিজান, লামাপাড়া গ্রামের মো. ফখরুল চৌধুরী, পাচপাড়া গ্রামের শাহ আরাফাতুর রহমান টিটু, দশহাল গ্রামের মো. আব্দুল মালিক, কামিনিকান্দি গ্রামের মো. আব্দুস শহিদ, গোয়ালাবাজারের মো. শাহেদ মিয়া সফা, ইলাশপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেন লিভলু, রাউৎখাই গ্রামের মো. আব্দুল হাকিম জিলু, গোয়ালাবাজারের মো. হেলিম চৌধুরী, দুরাজপুর গ্রামের মো. আব্দুল হাকিম বাদশা, এবং পাচপাড়া গ্রামের সাহিদা নাজমা রুনি।