Jaijaidin

লক্ষ্মীপুরে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Shah Alam Soulav
3 Min Read

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে এক সাংবাদিক কে প্রাণনাশের হুমকি দিচ্ছে জামাল উদ্দিন নামে এক জামায়াত কর্মী।

এবিষয়ে ভুক্তভোগী সাংবাদিক আ হ ম মোশতাকুর রহমান লক্ষ্মীপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাংবাদিক আ হ ম মোশতাকুর রহমান লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক নির্বাচিত সভাপতি। বর্তমানে দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক লক্ষ্মীপুর দিগন্ত নামক পত্রিকার সম্পাদক।

অভিযুক্ত জামায়াত কর্মী জামাল উদ্দিন পৌর ১৩নং ওয়ার্ড়ের বাসিন্দা মাওলানা মহিব উল্যাহর ছেলে।

গত ২১ ফেব্রুয়ারি’ রাত সাড়ে ৯ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর সাহেব লক্ষ্মীপুর সার্কিট হাউসে আগমন করেন। এ সময় তিনি কয়েকজন সাংবাদিক সহ পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে সার্কিট হাউস এলাকায় যান। সেখানে গিয়ে জানতে পারেন সাংবাদিকদের ভিতরে প্রবেশ নিষেধ। তখন সাংবাদিকগণ সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এর জন্য সার্কিট হাউসের বাহিরে রাস্তার পাশে দাঁড়াবার চেষ্টা করেন। এতেও দলীয় কর্মীরা বাধা দেয় এবং হাত দিয়ে ব্যারিকেড সৃস্টি করে। এ নিয়ে সাংবাদিকদের সাথে কিছুটা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত জামায়াত কর্মী জামাল উদ্দিন হঠাৎ এসে সাংবাদিক মোশতাকুর রহমান এর উপর উত্তেজিত হয়ে গালাগালি করে করতে থাকে। শত শত মানুষের সামনে সাংবাদিকদের অপমান অপদস্তু করে। বার বার হামলা করার জন্য তাঁর

দিকে তেড়ে আসে। উপস্থিত লোকদের হস্তক্ষেপে সে সময় তিনি হামলা থেকে রক্ষা পান।

পরবর্তীতে গত ২২এপ্রিল রাতে শহরের দক্ষিণ তেমুহানী এলাকায় আমাদের জুনিয়র এক সাংবাদিককে মারধর করে পুলিশে দেয়। এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি কে বা কারা নিয়ে গেছে। আমি একজন সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক নির্বাচিত সভাপতি হওয়ায় আমার সহকর্মীদের পক্ষ থেকে আমার উপর ক্রমাগত চাপ সৃস্টি করতে থাকে থানায় এসে তাকে ছাড়িয়ে আনতে সহায়তা করার জন্য অনুরোধ করে। ইতিমধ্যে আমি নিজে খোঁজ নিয়ে এবং বিশ্বস্ত সূত্রে জানতে পারি ঐ সাংবাদিক একটি মামলার এজহারভুক্ত আসামি। তাই আমি এ ব্যাপারে কোন চেষ্টা না করে তাকে মারধর করা এবং তার মোটর সাইকেল ফেরত পাওয়ার উদ্দেশ্য নিয়ে আমার ফেসবুক আইডিতে ক্ষুদ্র একটি পোস্ট করি। যাতে কাহারো নাম উল্লেখ করা হয়নি কিংবা কাউকে দায়ী করা হয়নি।

এর পর থেকেই অভিযুক্ত জামাল উদ্দিন আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অজ্ঞাত কারণে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এমনকি আমাকে হামলা করবে, অপমান করবে এ জন্য আমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। আমার অবস্থান নির্নয় করার জন্য ঘটনার দিন ২২ এপ্রিল থেকে ২৭এপ্রিল পর্যন্ত তার ব্যবহৃত 01979390577. মোবাইল নং থেকে অন্তত: ১০ বার এবং অজ্ঞাত নং থেকে অসংখ্য বার ফোন দেয়া অব্যাহত রাখে। এমতাবস্থায় আমি জীবনের নিরাপত্তা হীনতা ও আতংক নিয়ে দিনাতিপাত করছি। এবিষয়ে আমি লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে পৌর জামায়তের আমির আবুল ফারাহ নিশান জানান জামাল হোসেন জামায়তের সক্রিয় কর্মী, সাংবাদিককে হুমকির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল মন্নাফ জানান এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *