ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগর-বিশ্বনাথ উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রাস্তার উন্নয়নে অবদান রেখেছেন সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী। ইলিয়াস আলী ছিলেন উন্নয়নের রুপকার। সংসদ সদস্য থাকা কালে একযোগে তিন উপজেলার গ্রামীণ রাস্তাপাকরণসহ নতুন রাস্তা নির্মাণ করে গ্রামীন যোগযোগ ব্যবস্থা সহজ করছেন। যার সু-ফল আমরা এখনো ভোগ করছি। একাধিক রাস্তায় এখনো নাম ফলক রয়েছে এম. ইলিয়াস আলীর। যা দীর্ঘদিনেও সংস্কার হয়নি। এসব রাস্তা পুণরায় সংস্কারসহ গ্রামিণ অবকাঠামোর উন্নয়নে বিএনপি সব সময় সহযোগীতা করবে বলে মন্তব্য করছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদীর লুনা। মঙ্গলবার বিকালে উপজেলা এলজিইডির বাস্তবায়নে ও স্থানীয়দের সহযোগীতায় তাজপুর ইউনিয়নের খাশিপাড়া-হরিনগর প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতে ৬ লক্ষ টাকা ব্যায়ে ৪শ ফুট আর সিসি পাকা করণ রাস্তার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠন করলে গ্রামিন এলাকার উন্নয়নসহ নাগরিকদের অধিকার বাস্তবায়নের পাশাপাশি বর্তমান সময়ের মতো জনকল্যাণে কাজ করবে বিএনপি।
যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি বর্তমান উপদেষ্টা মোঃ রফিক উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক-সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা বিএনপির সাংগঠণিক সম্পাদক আব্দুল জমির, বিএনপি নেতা আব্দুর রব প্রমুখ। তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনু মিয়ার পরিচালনায় বক্তারা বলেন, পরিবার পরিজনদের যুক্তরাজ্য রেখেও নাড়ীর টানে বিগত তিন মাস দেশে অবস্থান করে নানা উন্নয়ন কর্মকান্ডে অংশ নিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ রফিক উল্লাহ। আগামী দিনেও জনকল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করে খাশিপাড়া-হরিণগর প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বাকি অংশ পাকাকরণসহ এলজিইডির আওতাধিন তাজপুর-দশহাল রাস্তা সংস্কারে তাহসিনা রুশদীর লুনাসহ এলজিইডির উর্ধতন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেন তারা।