যাযাদি ডেস্ক
চলতি বছর হজে গিয়ে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট চারজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।
বুধবার (৭ মে) মো. শাহজাহান কবীর (৬০) মক্কায় মারা গেছেন। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। শাহজাহান কবীর বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
বৃহস্পতিবার (৮ মে) সকালে হজ পোর্টালে ‘পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে হজ অফিসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৩৪ হাজার ৭৭৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এখনো এক হাজার ৭৯৭ জন হজযাত্রীর ভিসা হয়নি।
এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।
মোট ৮৬টি হজ ফ্লাইটে ৩৪ হাজার ৭৭৬ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৯টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৬টি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।