Jaijaidin

সরকারিকৃত কলেজ শিক্ষকদের মধ্যে বিদ্যমান সমিতিসমূহের ঐক্য

Shah Alam Soulav
3 Min Read

যাযাদি রিপোর্ট

সরকারিকৃত কলেজ সমূহের শিক্ষকদের নিয়ে একক সংগঠন ও একক নেতৃত্বে ঐক্যবদ্ধ একক সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে শনিবার ( ১০ মে ২০২৫ ইং) সকাল ১০ টায় রাজধানীর তেজগাঁও লাভ রোডে অবস্থিত যায়যায়দিন মিডিয়াপ্লেক্সের খালেদা জিয়া হলে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার উদ্যোগ গ্রহণ করেন মো. আল মামুন (প্রভাষক, শরণখোলা সরকারি কলেজ, বাগেরহাট) এবং মো. আমিনুল হক খান (প্রভাষক, বারহাট্টা সরকারি কলেজ, বারহাট্টা, নেত্রকোনা)।

উক্ত সভাটি সভাপতিত্ব করেন অধ্যাপক মো. নাজিম উদ্দিন মজনু (সাবেক অধ্যক্ষ, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ, নান্দাইল , ময়মনসিংহ) এবং সঞ্চালনা করেন মো. আমিনুল হক খান (প্রভাষক, বারহাট্টা সরকারি কলেজ, বারহাট্টা, নেত্রকোনা)। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষকরা অংশগ্রহণ করেন। ঐক্য প্রচেষ্টার লক্ষ্যে ধারাবহিকভাবে বক্তব্য রাখেন মো. জালাল হোসেন (উপাধ্যক্ষ, পদ্মা সরকারি কলেজ, দোহার, ঢাকা), মোহাম্মদ ইনামুল হক (সহকারি অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ, নান্দাইল, ময়মনসিংহ) , ড. মো. আব্দুল জলিল (সহকারি অধ্যাপক, শরণখোলা সরকারি কলেজ, বাগেরহাট), জহুরুল ইসলাম (প্রভাষক, মধুপুর সরকারি কলেজ, মধুপুর, টাঙ্গাইল), মোফাচ্ছের হোসাইন জীবন (সহকারি অধ্যাপক, ইস্পাহানী সরকারি কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা), এ কে এম মো. আজাদুজ্জামান (উপাধ্যক্ষ, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ, মাগুরা), মোহাম্মদ শামীম উদ্দিন (প্রভাষক, গুইমারা সরকারি কলেজ, গুইমারা, খাগড়াছড়ি), মো. জাহিদুল হাসান (প্রভাষক, নাজমুল স্মৃতি সরকারি কলেজ, নালিতাবাড়ি, শেরপুর), মো. আরিফ হোসেন (প্রভাষক, সরকারি আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন, ভোলা), মো. মোজাম্মেল হোসাইন (প্রভাষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর), সোহরাব হোসাইন (প্রভাষক, মতলব সরকারি কলেজ, চাঁদপুর), নছরুল আলম মামুন (প্রভাষক, ইস্পাহানী সরকারি কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা), জাহাঙ্গীর আলম (প্রভাষক, ইস্পাহানী সরকারি কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা), মো. নিয়ামত উল্ল্যাহ (প্রভাষক, সরকারি মতিলাল ডিগ্রি কলেজ, মানিকগঞ্জ), রাকিবুল হাসান (প্রভাষক, ভেড়ামারা সরকারি কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া), হারুন অর রশীদ (প্রভাষক, ইস্পাহানী সরকারি কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা), মো. জাহিদুল ইসলাম সুবিন (প্রভাষক, ভালুকা সরকারি কলেজ, ময়মনসিংহ), মো. আল মামুন (প্রভাষক, শরণখোলা সরকারি কলেজ, বাগেরহাট) , মো. জাহাঙ্গীর আলম (প্রভাষক, শহীদ ভবাণী প্রসাদ সাহা সরকারি কলেজ, টাঙ্গাইল), নিজাম উদ্দীন আহমদ (প্রভাষক, সরকারি হাজী জালাল উদ্দিন উচ্চ মাধ্যমিক কলেজ, পাথরঘাটা, বরগুনা)।

সভায় উপস্থিত সকল শিক্ষক একক সংগঠন প্রতিষ্ঠার পক্ষে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান । সভায় উপস্থিত সংগঠনের প্রতিনিধিগণ একক নেতৃত্বের পক্ষে মতামত দেন। পরিশেষে সকলের মতামতের ভিত্তিতে আগামী ২০ মে ২০২৫ এর মধ্যেই বিরাজমান সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একটি সমন্বয় উপকমিটি গঠন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় যেসব সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন, যথাক্রমে : সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক সমিতি , বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (আতাউর-মল্লিক) , সরকারিকৃত কলেজ শিক্ষক সমিতি ( অধ্যক্ষ সমিতি) , সরকারিকৃত কলেজ শিক্ষক কর্মচারী ফোরাম , সরকারি কলেজ শিক্ষক সমিতি (মূলধারা) , অধিকার সুরক্ষা পরিষদ ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *